
গাছ লাগান পরিবেশ বাচান। মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই গাছ লাগানোর গুরুত্ব এবং গাছ লাগাতে উৎসাহ করার লক্ষ্যে কোয়ালিটি চাইল্ড কেয়ার স্কুল, হাটস হরিপুর, কুষ্টিয়াতে সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ আয়োজন করে “সবুজায়ন” নামে বৃক্ষরোপণ কর্মসূচি। যেখানে উক্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের গাছ বিতরণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়; তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মো: দ্বীপ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ এর চেয়ারম্যান ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাহিদ ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব জাহিদ হাসান এবং অত্র স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ কে গাছ অনুদান দিয়ে সহযোগিতা করেন জাহিদ ফাউন্ডেশন এর ফাউন্ডার জনাব জাহিদুল ইসলাম। উক্ত প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন করতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে রিমন, সামিউল, আসিফ, হামিম। সুন্দর এবং সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন বৃক্ষরোপণ।