কুষ্টিয়ায় স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা

 

 

 

স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার হাটস হরিপুর কাবিল উদ্দিন আইডিয়াল স্কুলে “সুস্বাস্থ্যের জন্য খাদ্য” নামে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার( ১৭অক্টোবর)  “সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ” এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় স্কুলের প্রাধান শিক্ষক জনাব সামসুর রহমান শামীমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ এর সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাহিদ ফাউন্ডেশনের ফাউন্ডার জাহিদ হাসান এবং তৈমুর রেজা তুহিন।

সভায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের খাদ্যের প্রয়োজনীয় মাত্রা এবং পুষ্টি গুণাগুণ বিবেচনা করে খাবার গ্রহণসহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে এমন বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন অতিথিবৃন্দ।

উক্ত আলোচনায় সভায় খাদ্য ও পুষ্টি বিষয়ক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী বুলবুল সৈকত। তিনি বলেন, “পুষ্টি গুণাগুণ বিবেচনায় রেখে খাদ্য গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে সুস্থ দেহ সুন্দর মন ও কর্মব্যস্ত সুখী জীবন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top